পিতামাতার অন্তর্ধানের পর তিঁনি তাঁর দাদা আবদুল মুত্তালিবের নিকট থাকতে লাগলেন। কিন্তু মহান আল্লাহ তা’আলা এ বিষয়টি সবাইকে দেখাবেন যে, এ শিশু শুধু আল্লাহর বিশেষ রহমতের কোলেই লালিত-পালিত হবেন। সকল উপায়, উপকরণের মূল নিয়ামক মহান আল্লাহ তা’আলা স্বয়ং তাঁর লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেছেন। তাই যখন শিশু মুহাম্মদ (সাঃ) এর বয়স মাত্র আট বছর দু’মাস দশ দিন, তখন তাঁর দাদা আব্দুল মুত্তালিব এ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেলেন।