যেদিন হুযূরে আকরাম (সাঃ) এর বয়স চল্লিশ বছর একদিন পূর্ণ হলো, সেদিন তাঁকে প্রকাশ্যভাবে (১) ও যথানিয়মে নবুয়তের সম্মানে সম্মানিত ও মর্যাদাবান করা হয়। তাঁর নবুয়ত প্রাপ্তির তারিখও জন্ম তারিখের মতো রবিউল আওয়াল মাসের সোমবার। এসম্পর্কে আরো বিভিন্ন উক্তি রয়েছে। [সীরাতে মুগলতাই, পৃষ্ঠা-১৪)
১. কেননা অপ্রকাশ্যভাবে তো তাঁকে সকল নবীর পূর্বেই নবুয়ত দেওয়া হয়েছে [খাসায়িসে কুবরা]।