নবী করীম (সাঃ) এর বয়স যখন চার বা ছয় বছর, তখন তাঁর মাতা আমিনা মদীনায় গিয়েছিলেন। মদীনা থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে তিনি ইন্তেকাল করেন। [সীরাতে মুগলতাই: পৃষ্ঠা-১০]
শৈশবকালে, ছয় বছর মাত্র বয়স। পিতার স্নেহ ছায়াতো জন্মের পূর্বেই বিদায় নিয়েছে। এখন মায়ের স্নেহের কোলও শেষ হয়ে গেল। কিন্তু এ পিতৃমাতৃহীন শিশু যে রহমতের কোলে প্রতিপালিত হবে (অর্থাৎ সরাসরি আল্লাহ কর্তৃক প্রতিপালিত হবেন) সে তো এসব উপায়-উপকরণের মুখাপেক্ষী নয়।