বন্ধুগণ! শয়তান বড়ই প্রতারক। সাবধান! সে যেন ধোঁকা দিয়ে আমাদেরকে অস্থায়ী সুন্দরের দিকে ধাবিত করতে না পারে। হযরত আশরাফ আলী থানভী (রহ.) কে আপনারা সবাই চিনেন। তিনি বলেন, যদি কোন ব্যবসায়ী কায়-কারবারে, ব্যবসা-বাণিজ্যে, নমুনা-ডিজাইন দেখানোর ক্ষেত্রে ভালো পণ্য দেখিয়ে আপনাকে মন্দ পণ্য দেয়, তাহলে অবশ্যই আপনি তাকে প্রতারক, ধোঁকাবাজ বলে আখ্যা দিবেন এবং তার থেকে কখনো জিনিসপত্র ক্রয় করবেন না। অথচ শয়তান আমাদেরকে হর-হামেশা ধোঁকা দিয়েই যাচ্ছে। আর আমরা তা সাদরে গ্রহণ করছি। সে আমাদেরকে সুন্দরী রমণীদের গণ্ডদেশ, চোখ নমুনা হিসেবে দেখাচ্ছে, আর সম্পদ হিসেবে কী দিচ্ছে? মল-মূত্রের স্থানে আমাদেরকে নিয়ে যাচ্ছে।
হায় আফসোস! তোমরা আজও ইবলিসের লেজ ছাড়নি। আজকাল লোকেরা বলে, কী করব ভাই! চারদিকে পর্দাহীনতার সয়লাব। পর্দাহীন মহিলারা আমাদের নাসিকায় ফুৎকার দিয়ে যাচ্ছে। আমি তাদেরকে বলছি, তাদের লেজুড়বৃত্তি করছ কেন? তুমি তোমার দৃষ্টির হেফাযত কর। মহানবী (সাঃ) এর নির্দেশিত পথে চল। তাহলে শান্তি পাবে। প্রত্যেক দৃষ্টি হেফাযতের বিনিময়ে আল্লাহপাক ঈমানী স্বাদ ও নিজ মুহাব্বত দান করবেন। মনে রেখ! তুমি যেই কাজেই করনা কেন আল্লাহ তোমাকে দেখছেন। তিনি অন্তরের সকল ভেদ সম্পর্কে জানেন।