আরবের সকল গোত্রের বিরুদ্ধে নবীজী (সাঃ) এর উত্তর

এবার আবূ তালিব ও চিন্তায় পড়লেন, এ বিষয়ে নবী করীম (সাঃ) এর সাথে কথাবার্তা বললেন। তখন তিঁনি চাচাকে উত্তরে বললেন, “হে শ্রদ্ধেয় চাচা! আল্লাহর কসম! তারা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেয় এবং এর বদলে যদি আশা করে যে, আমি আল্লাহর বাণী তাঁর মাখলুকের নিকট আর পৌঁছাবো না, তবুও আমি কখনো তাদের কথা মেনে নিতে প্রস্তুত হব না। যতক্ষণ না আল্লাহর দ্বীন মানুষের মাঝে ছড়িয়ে পড়বে অথবা অন্ততঃ  আমি এর জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে প্রাণ বিসর্জন দিয়ে দেব।”

আবূ তালিব যখন নবী করীম (সাঃ) এর এই দৃঢ়তা ও প্রত্যয় দেখতে পেলেন, তখন তিনি বললেন, “আচ্ছা যাও, তুমি তোমার কাজ করতে থাক। আমিও তোমার সাহায্য-সহায়তা থেকে কখনো হাত গুটিয়ে নেব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: দয়া করে কপি করা থেকে বিরত থাকুন, ধন্যবাদ।