সমগ্র আরববাসীর বিরোধীতা ও শত্রুতার মুখে মহানবী (সাঃ) এর দৃঢ়তা

এমনিভাবে ইসলামের প্রতি আহ্বান ও তার প্রচারের কাজ চলছিল। কিন্তু যখন আরবের লোকেরা একথা জানতে পারল যে, নবী করীম (সাঃ) এর নিকট আগত ওহীতে তাদের মূর্তিগুলোর প্রকৃত অবস্থা ফুটিয়ে তোলা হয়েছে এবং যারা এ মূর্তিগুলো পূজা করছে, তাদের মূর্খতা প্রকাশ করে দেওয়া হয়েছে, তখন তারা নবী করীম (সাঃ) এর বিরুদ্ধে শত্রুতায় উঠে পড়ে লাগল। তাদের একটি দল নবীজীর চাচা আবূ তালিবের নিকট এ উদ্দেশ্য নিয়ে এলো যে, আবূ তালিব তাকে এ ধরনের কথাবার্তা থেকে বিরত রাখবেন অথবা তিনি নবীজীকে সাহায্য-সহযোগিতা করা ত্যাগ করবেন।

আবূ তালিব তাদেরকে সুন্দর ভঙ্গিতে উত্তর দিয়ে বিদায় করে দিলেন্ অপরদিকে হুযূরে আকরাম (সাঃ) যতারীতি সত্যের বানী প্রচার-প্রসারে ডুবে রইলেন এবং মূর্তির উপাসনা হতে লোকজনকে নিষেধ করতে থাকলেন। আরবের লোকদের যখন আর ধৈর্য রইল না, তখন তারা আবার আবূ তালিবের নিকট এসে উপস্থিত হলো এবং বেশ কঠোরভাবে দাবি জানাল যে, হয় আপনি আপনার ভাতিজাকে নিষেধ করবেন, নয়তো আমরা আপনাদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে বাধ্য হব এবং যে পযৃন্ত না দু’দলের এক দল নিশ্চিহ্ন হয়ে যাবে, এ লড়াই থামবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: দয়া করে কপি করা থেকে বিরত থাকুন, ধন্যবাদ।