শাকুর এর ব্যাখ্যা সম্পর্কিত একটি কাহিনী

আমি পূর্বেই বর্ণনা করেছি যে, আল্লাহর এক নাম হলো شكور (শাকুর) যার অর্থ হলো অল্প আমলের বিনিময়ে অধিক প্রতিদানদাতা। এ প্রসঙ্গে প্রখ্যাত হাদীস বিশারদ মোল্লা আলী ক্বারী (রহ.) একটি ঘটনা বর্ণনা করেন, যার মাধ্যমে আল্লাহ তা’য়ালার شكور (শাকুর) হওয়ার স্বরূপ ও বান্দাকে প্রতিদানের রূপ বুঝে আসে। ঘটনাটি মিশকাত শরীফের অন্যন্য ব্যাখ্যাগ্রন্থ ‍”মিরকাতুল মাফাতীহ” এ আরবী ভাষায় রয়েছে। যার বর্ণনা নিম্নরূপ:

জনৈক ব্যক্তির ঘটনা। তাকে এক বুযুর্গ স্বপ্নযোগে দেখে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন? উত্তরে তিনি বললেন, আমার প্রতিপালক আমার হিসাব নিতে শুরু করলেন। এরপর আমার নেকির পাল্লা হালকা হয়ে গেল। ফলে আমি ধরে নিলাম আমাকে এখন জাহান্নামে যেতে হবে। এমন সময় একটি ছোট থলে এসে আমার আমল নামায় পড়ল। যার কারণে আমার নেকির ওজন বৃদ্ধি পেল এবং আমি নাজাত পেলাম। তখন আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম হে আমার প্রভু! এ থলেটি কিসের? আল্লাহ তা’য়ালা বললেন, এটি হলো সেই একমুষ্টি মাটি যা তুমি স্বহস্তে এক মুসলমান ভাইয়ের কবরে দিয়েছিলে। তা আমি কবুল করেছিলাম। আজ তারই বিনিময়ে তুমি ক্ষমা লাভ করলে।

আমার এক তাবলীগী বন্ধুকে এ ঘটনাটি শুনালে সে বলল, আগেতো আমি কবরে অল্প অল্প মাটি দিতাম, এখন থেকে খুব বেশি বেশি মাটি দিব।

বন্ধুগণ! আজ একটি কথা পেশ করছি। তাহলো, যারা সর্বদা আমার কথা শুনে থাকে তারা যেন এটা মনে না করে যে, আজ হয়ত আমার ইলমের মাঝে অনেকটা বৃদ্ধি ঘটবে; বরং দরদে দিল, হৃদয়ের আকুলতা এবং ঈমানী ও ইহসানী অবস্থা হাসিল কর। এটাই জীবনের পরম লক্ষ্য। ইলমের ব্যাপকতাসম্পন্ন বিস্তর লাইব্রেরী আছে। কিন্তু সেখানে ধুমপান হয়ে থাকে এবং নামাজ আদায় করা হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: দয়া করে কপি করা থেকে বিরত থাকুন, ধন্যবাদ।