আব্দুল মুত্তালিবের দশ পুত্র ছিল-১. হারিছ, (১) ২. যুবায়ের, ৩. হাজাল, ৪. যিয়ার, ৫. মুকাওয়িম, ৬. আবূ লাবাহ, ৭. আব্বাস, ৮. হামযা, ৯. আবূ তালিব এবং ১০. আব্দুল্লাহ।
তাদের অন্যতম আব্দুল্লাহ হলেন নবী করীম (সাঃ) এর পিতা এবং অন্য নয়জন হলেন তাঁর চাচা। হযরত আব্বাস (রা.) ভাইদের মাঝে সবার ছোট ছিলেন।
রাসূলে আকরাম (সাঃ) এর ফুফু ছিলেন ছয় জন-
১. উমায়মা, ২. উম্মে হাকীম, ৩. বাররা, ৪. আতিকা, ৫. সাফিয়্যা ও ৬. আরওয়া।
১. তাঁর নামেই আব্দুল মুত্তালিবের উপনাম \’আবুল হারিছ\’ প্রসিদ্ধ হয়েছিল।