এই ছিল সেই সব ধর্মের অবস্থা যা আপন আপন যুগে আল্লাহর দিকে আহ্বান জানাবার জন্য পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিল, যেসব দেশ সুসভ্য হিসাবে পরিচিত ছিল, যেসব দেশে বিশাল হুকুমত প্রতিষ্ঠিত ছিল, নানাবিধ জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্যের সরব চর্চা ছিল এবং যেসব দেশকে সভ্যতা-সংস্কৃতি, শিল্প ও কৃষ্টি, জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্য চর্চার কেন্দ্র মনে করা হতো, সেসব দেশে ধর্মের অবয়ব ও আকৃতি ছিল একেবারেই বিকৃত। সেসব ধর্ম আপন মৌল সত্তা, মূল্য ও মর্যাদা, শক্তি ও কল্যাণের ইচ্ছা খুইয়ে বসেছিল। সংস্কারক, চরিত্র ও নৈতকতার শিক্ষকের বহু দূর পর্যন্ত দেখা মিলছিল না।