হযরত খাদীজা (রা.) যতদিন জীবিত ছিলেন, ততদিন হুযূরে আকরাম (সাঃ) অন্য কোন মহিলাকে বিবাহ করেননি। হিজরতের তিন বছর পূর্বে যখন হযরত খাদীজা (রা.) এর ইন্তেকাল হয়, তখন নবী করীম (সাঃ) এর বয়স হয়েছিল ঊনপঞ্চাশ বছর। তখন তিনি কয়েকজন পূন্যবতী রমণীকে বিবাহ করেন। যাদের নাম হচ্ছে- ২. হযরত সাওদা বিনতে যাম\’আ (রা.), ৩. হযরত আয়েশা (রা.) ৪. হযরত হাফসা (রা.), ৫. হযরত যয়নাব বিনতে খুযাইমা (রা.), ৬. হযরত উম্মে সালামা (রা.), ৭. হযরত যয়নাব বিনতে খুযাইমা (রা.), ৮. হযরত জুওয়াইরিয়া (রা.), ৯. হযরত উম্মে হাবীবা (রা.), ১০. হযরত সাফিয়্যা (রা.) ও ১১. হযরত মায়মূনা (রা.)।
নবী করীম (সাঃ) এর এগারজন স্ত্রীর দু\’জন নবীজীর জীবদ্দশায়ই ইন্তেকাল করেন এবং অন্য নয়জন স্ত্রী রাসূলে মাকবুল (সাঃ) এর ইন্তেকালের সময়ও জীবিত ছিলেন।
এ বিষয়ে উম্মতের সকলের ইজমা (ঐক্যমত) রয়েছে যে, এ ব্যাপারটি শুধু নবী করীম (সাঃ) এর বিশেষ বৈশিষ্ট্য ছিল। নতুবা উম্মতের কারো জন্য একসঙ্গে চারজনের অধিক মহিলাকে বিয়ে করা জায়েজ নয়। নবী করীম (সাঃ) এর এ বৈশিষ্ট্যের কিছু দিক পরবর্তীতে আলোচনা করা হবে।