যখন কুরাইশরা তাদের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে গেল এবং দেখতে পেল, নবী করীম (সাঃ) এর দাওয়াত দিন দিন ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে যাচ্ছে এবং লোকজন প্রচুর সংখ্যায় ইসলামে দীক্ষত হচ্ছে, তখন তাঁর উপর সব ধরনের অত্যাচার আর নির্যাতন করা আরম্ভ করল। তারা মক্কার কিছু বাজে লোককে একত্র করে এ কথায় উৎসাহিত করল যে, তারা রাসূলুল্লাহ (সাঃ) এর প্রতিটি মাহফিলে গিয়ে উপস্থিত হবে, তাঁকে ঠাট্টা-বিদ্রূপ করবে এবং আরো যতভাবে সম্ভব তাঁকে কষ্ট দিবে।