বৈজ্ঞানিক দৃষ্টিতে আল্লাহর পরিচিতি

Compatibility of modern science with the Holy Quran

আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, সাথে সাথে তার পরিচয়ের উপযুক্ত প্রমাণও তাকে দান করেছেন। যেমন, বিজ্ঞানের ধারণামতে শুধু মানুষের মস্তিষ্কে নিহিত আছে ১৪ বিলিয়ন নিউরন। সমগ্র জীবদেহের উপাদান হচ্ছে জিব কোষ এর মধ্যে সর্বোৎকৃষ্ট কোষ যা দ্বারা ইন্দ্রিয়, পেশি, মস্তিষ্ক ও স্নায়ুমন্ড গঠিত হয় তারই নাম নিউরন। শুধু মানুষের মগজেই মহান আল্লাহ ১৪ বিলিয়ন এর উপরে নিউরন দান করেছেন। এই মস্তিষ্ক দিয়ে মানুষ পূর্ণ বিশ্বকে নিজের হাতের মুঠুয় নিয়ে এসেছে, ভু-পিষ্ট থেকে অন্তস্থল ও চাঁদ, সুর্য, গ্লাক্সির জগৎ পাড়ি দিয়ে মিল্কিওয়েকে ভেদ করে কেয়াছার খোজ খবর নিচ্ছে। তেমনি মানুষ এই জ্ঞাণ দিয়ে আল্লাহর পরিচয়ও নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from Islamic History

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading