নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তখনো ভূমিষ্ঠ হননি, তাঁর পিতা আব্দুল্লাহকে তাঁর পিতা (অর্থাৎ নবীজির পিতামহ) আবদুল মুত্তালিব মদীনা থেকে খেজুর নিয়ে আসার নির্দেশ দেন। তাই আবদুল্লাহ রাসূলে আকরাম (সাঃ) কে স্ত্রীর গর্ভে রেখে (১) মদীনায় যান। ঘটনাক্রমে সেখানেই তিনি মারা যান এবং এভাবে জন্মের পূর্বেই নবীজীর মাথার উপর হতে পিতার স্নেহ-ছায়া নিঃশেষ হয়ে যায়। -[সীরাতে মোগলতাই, পৃষ্ঠা-৭]
(১) এক রেওয়ায়েতে আছে, নবীজীর জন্মের সাত মাস পর তাঁর পিতার ইন্তেকাল হয়। কিন্তু \’যাদুল মাআদ\’ গ্রন্থে ইবনুল কাইয়্যিম এ অভিমতটিকে দুর্বল বলে অবিহিত করেছেন।