হযরত সা\’দ ইবনে মু\’আয (রা.) নবীজীর পাহারাদার ছিলেন বদর যুদ্ধে, হযরত যাকওয়ান ইবনে আবদে কায়স ও মুহাম্মদ ইবনে সালাম আনসারী (রা.) ওহুদ যুদ্ধে এবং হযরত যুবায়ের (রা.) খন্দকের যুদ্ধে, হযরত উব্বাদ ইবনে বিশর, সা\’দ ইবনে আবি ওয়াক্কাস, আবূ আইয়ূব আনসারী এবং বিলাল (রা.) ওয়াদীয়ে কুরার যুদ্ধে নবী করীম (সাঃ) এর দেহরক্ষী ছিলেন।
অতঃপর وَاللّٰہُ یَعْصِمُکَ مِنَ النَّاسِ – \”আল্লাহ তা\’আলা আপনাকে মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবেন\”- এ আয়াতটি নাজিল হওয়ার পর পাহারার ব্যবস্থা তুলে দেওয়া হয়।