আল্লাহর নাম স্বাদের ক্যাপসুল :

بسم الله الرحمن الرحيم

\"\"

  বন্ধুগণ! এসকল অস্থায়ী সৌন্দর্যের পাগল না হয়ে আল্লাহর জন্য উৎসর্গিত হও। যে ব্যক্তি তাঁর জন্য উৎসর্গিত হয় আল্লাহ পাক তাকে দুনিয়ার তাবত প্রেমিকা, কাবাব, মিষ্টান্ন, পোলাও, বিরিয়ানীর স্বাদ তাঁর নামের মাঝে দিয়ে দেন। আল্লাহর নাম বড়ই মজাদার। সারা দুনিয়ার স্বাদের ক্যাপসুল হলো তাঁর নাম। আল্লাহর নাম যদি মজা ও রসহীন হত তাহলে তিনি কীভাবে পোলাও-বিরিয়ানী, কাবাব ও মুরগীর মাঝে স্বাদ সৃষ্টি করতেন, আঁখ ও মিষ্টান্নের মাঝে কীভাবে রস সৃষ্টি করতেন?
  এ বিষয়টকেই মাওলানা রুমী (রহ.) কবিতার ভাষায় নিজেকে জিজ্ঞাসা করেছেন-
اے دل ایں شکرخوشتریاآنکہ شکرسازد
জবাব দাও হে অন্তর!
অতিমিষ্টি এই চিনি?
নাকি তার স্রষ্টা মহাজ্ঞানী?-
  অর্থাৎ হে অন্তর! তুমি বলো দেখি এই চিনি অধিক মিষ্টি নাকি তার স্রষ্টার নাম অধিক মিষ্টি। তিনি আরো বলেন-
 اےدل ایں قمرخوشتریاآنکہ قمرساز
জবাব দাও হে অন্তর!
এই চাঁদ লাবণ্যময় অধিক
নাকি তার স্রষ্টা সমধিক?
  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *