হযরত সাফিয়্যা বিনতে হুয়াই (রা.)
তিঁনি হযরত হারুন (আ.)-এর বংশধর ছিলেন। এটি তাঁর একমাত্র বৈশিষ্ট্য ছিল যে, তিনি এক নবীর (অধঃস্তন) কন্যা ও অপর এক নবীর স্ত্রী হয়েছিলেন। তিঁনি প্রথমে কিনানা ইবনে আবিল হুকায়েকের স্ত্রী ছিলেন। কিনানা নিহত হওয়ার পর নবী করীম (সাঃ) এর সাথে তাঁর বিবাহ হয়।
হযরত জুওয়াইরিয়া বিনতে হারিছ খুযাইয়্যা (রা.)
তিঁনি বনূ মুসতালিক গোত্রের সর্দার হারিছের কন্যা ছিলেন। তিঁনি যুদ্ধে বন্দি হয়ে হুযূরে আকরাম (সাঃ) এর দরবারে আসেন। পরবর্তীতে নবীজী (সাঃ) এর সাথে তাঁর বিয়ে হয়। এর ফলে গোত্রের সকলেই মুক্তি লাভ করে এবং তাঁর পিতা হারিছ ইসলাম কবুল করেন।
হযরত মায়মূনা বিনতে হারিছ হিলালিয়্যা (রা.)
তিঁনি প্রথমে মাসউদ ইবনে ওমরের স্ত্রী ছিলেন। সে তালাক দিলে আবূ রিহামের সাথে তাঁর বিবাহ হয়। আবূ রিহাম মারা যাওয়ার পর তিঁনি নবী করীম (সাঃ) এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
[সীরাতে মুগলতাই, পৃষ্ঠা-৬৬]
তিঁনি ছিলেন হুযূর আকরাম (সাঃ) এর সর্বশেষ স্ত্রী। এরপর নবীজী (সাঃ) আর কোনো বিয়ে করেননি।
উল্লিখিত \’আযওয়াজে মুতাহ্হারাত\’ ব্যতীত আরো কয়েকজন মহিলাকে নবী করীম (সাঃ) বিয়ে করেছিলেন। কিন্তু নবীর পবিত্র সাহচর্য তাদের ভাগ্যে জোটেনি, বরং বিভিন্ন কারণে স্বামীগৃহে যাওয়ার পূর্বেই তাদের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা সীরাতের বড় বড় কিতাবে লিপিবদ্ধ রয়েছে।